অক্সিজেনের ঘাটতি পূরণে আবুল খায়ের গ্রুপের উদ্যোগ

করোনাভাইরাস, করোনা সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহলেথ নিউজ ডেস্ক

মহামারী পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে আবুল খায়ের গ্রুপ। অক্সিজেনের ঘাটতি পূরণে হাসপাতালগুলোতে সিলিন্ডারের পাশাপাশি প্রয়োজনে লিকুইড অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছেন আবুল খায়ের স্টিল লিমিটেডের কর্মকর্তা ইমরুল কাদের ভুঁইয়া।

স্বাভাবিক সময়ে দেশের স্বাস্থ্য খাতে অক্সিজেনের চাহিদা রয়েছে ১০০ টনের কাছাকাছি। কিন্তু করোনার সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এই চাহিদা বেড়ে দাঁড়ায় ১৫০ থেকে ২০০ টনে। অতিরিক্ত চাহিদা পূরণে দেশের হাসপাতালগুলোতে বর্তমানে আবুল খায়ের অক্সিজেন প্ল্যান্ট থেকে সরবরাহ করা হচ্ছে দিনে প্রায় সাতশ’ সিলিন্ডার।

প্ল্যান্টের জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম জানিয়েছেন, এতদিন ২৫০ টন অক্সিজেন গ্যাস ও ১০ টন তরল অক্সিজেন উৎপাদন করলেও বর্তমানে গ্যাস অক্সিজেনের উৎপাদন ১০ টন কমিয়ে দৈনিক ২০ টন তরল অক্সিজেন উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

দেশে অক্সিজেন চহিদার বড় একটি অংশ আমদানি করা হতো ভারত থেকে। কিন্তু সেদেশে করোনা মহামারীর বিপর্যয় দেখা দেয়ায় রপ্তানি বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে অক্সিজেনের ঘাটতি পূরণের দায়িত্ব নিয়েছে আবুল খায়ের গ্রুপ।