করোনার প্রথম ট্যাবলেট মলনিউপিরাভির

হেলথ ডেস্ক

করোনার প্রথম ট্যাবলেট ‘মলনিউপিরাভির’ উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘মার্ক’। ইনটেরিম ক্লিনিক্যাল টেস্টে দেখা গেছে, হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঝুঁকি প্রায় ৫০ ভাগ কমিয়ে আনতে সক্ষম এই ট্যাবলেট। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষায় গুরুতর কোভিড আক্রান্ত রোগীকে দিনে দু’বার এই ওষুধ খাওয়ানো হয়েছে।

ট্যাবলেটের অনুমোদন পেতে শিগগিরই খাদ্য ও ওষুধ প্রশাসন- এফডিএ’র বরাবর আবেদন করা হবে বলে জানিয়েছে ‘মার্ক’। অনুমোদন পেলে মলনিউপিরাভির হবে করোনা মোকাবেলায় প্রথম মুখে খাওয়ার ওষুধ। এরপরই এর বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে।

শুরুতে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় তৈরি করা হয়েছিল এই ট্যাবলেট। যার কাজ হলো ভাইরাসের জেনেটিক কোডে ত্রুটি তৈরি করা, যাতে ওই ভাইরাস শরীরে ছড়িয়ে পড়তে না পারে। একই ফরমুলা করোনাভাইরাসের বিরুদ্ধে কাজে লাগানো যায় কি-না, তা নিয়ে আশাবাদী হন বিশেষজ্ঞরা।

হাসপাতালে ভর্তি গুরুতর রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এই ট্যাবলেট খেয়ে কারও মৃত্যু হয়নি। বরং একই সাথে পরীক্ষা চালানো প্লাসিবু বা ডামি পিল খাওয়া রোগীদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

মার্ক ছাড়াও করোনার চিকিৎসায় ট্যাবলেটের ব্যবহার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফাইজার এবং সুইজারল্যান্ডের রোচ। এ বছরের শেষ নাগাদ এক কোটি মলনিউপিরাভির উৎপাদনের আশা করছে মার্ক। এরই মধ্যে ১২০ কোটি ডলারের ট্যাবলেট কিনতেও রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার।