পিছিয়ে গেলো ডেন্টালের ভর্তি পরীক্ষা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তি পরীক্ষা পিছিয়েছে সরকার। পরিবর্তিত সময় অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে আগামী ১১ জুন। এর আগে ৩০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সূত্র ধরে এ কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।