সাইকোহেলথ নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে প্রথম সন্তান হিসেবে ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। ১৯৫৪ সালের নির্বাচনের পর বাবা-মার সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি।
ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন শেখ হাসিনা। এরপর জাতীয় রাজনীতিতে এসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস রচনা করেন বঙ্গবন্ধু কন্যা। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনে অভাবনীয় সাফল্য অর্জন করেন তিনি।
পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার শর্ত পূরণ করায় আবেদনের যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাতিসংঘ।
স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন এবং দেশে দেশে জাতিতে জাতিতে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা ভূষিত হয়েছেন অসংখ্য মর্যাদাপূর্ণ পদক ও পুরস্কারে। মিয়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনে পালিয়ে আসা ৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে তিনি নাড়িয়ে দিয়েছেন বিশ্বকে।
দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করতে গিয়ে প্রায় ১৯ বার হত্যার অপচেষ্টার শিকার হতে হয়েছে শেখ হাসিনাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাণী দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে তিনি প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, পিতার মতোই শেখ হাসিনা গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে তিনি শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা কমিউনিস্ট পার্টি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে নানা কর্মসূচি নেয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী। এর মধ্যে ছিল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং অন্যান্য প্রার্থনালয়ে বিশেষ প্রার্থনা।
প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করে সাইকোহেলথ নিউজ পরিবার।