ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে ১৯ জনের লাশ উদ্ধার

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সদর ও বিজয়নগর উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা বালুবোঝাই (বাল্কহেড) ট্রলার তাদের ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ডুবে যায় যাত্রীবোঝাই ট্রলার। আঁখি আখতার নামের এক যাত্রী জানান, অন্তত ৭০ জন যাত্রী ছিল ট্রলারটিতে। তাদের মধ্যে তিনি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়িও ছিলেন। বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আঁখি সাঁতরে কূলে উঠতে পারলেও নিজের ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির সন্ধান পাননি তিনি।