মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধির প্রয়োগ কম

সাইকোহেলথ নিউজ ডেস্ক

নামে মাত্র স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। কেন্দ্রের ভেতরে-বাইরে ছিলো না সামাজিক দূরত্ব মানার কড়াকড়ি। হাজারো অভিভাবকদের ভিড় ঠেলে কেন্দ্রে ঢুকতে এবং বের হতে হয়েছে পরীক্ষার্থীদের।

শুক্রবার সকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সামনে মিরপুর রোডের যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় পরীক্ষার্থী আর অবিভাবকদের গাদাগাদি ভিড়ে। যদিও উপস্থিত প্রায় সবাই দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

অভিভাবকদের কাছে তার চেয়েও বড় দুঃশ্চিন্তার বিষয় সন্তানদের শিক্ষাজীবন। কেন্দ্রে ঢোকার সময় শিক্ষার্থীদের হাতে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ছিলো না সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা। স্বাভাবিক নিয়মের বাইরে দুই পাশে ও সামনে-পিছনে রাখা হয়নি বাড়তি দূরত্ব।

অথচ করোনার এই চরম সংক্রমণের সময়ে সরকারের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আয়োজনে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার প্রতিশ্রুতি ছিল সর্বোচ্চ।