করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮৮১। সবশেষ ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫শ’ ৪১ জনের। শনাক্তের হার ১২.১১ শতাংশ।
মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন। মোট সুস্থ ২ লাখ ৫২ হাজার ৯৩৫। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৭৩ শতাংশ। আর মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
একদিনে মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ আর ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম ৩ জন, সিলেটে ২ জন এবং রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।