তাইওয়ানে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত

সাইকোহেলথ ইন্টারন্যাশনাল ডেস্ক

তাইওয়ানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে আরও ৭৯ জন। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে কাওশিয়াং নগরীর আবাসিক বাণিজ্যিক ওই ভবনে আকষ্মিক আগুন লাগে। স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ১৩ তলার ওই ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

চার ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। সিনেমা হল, রেস্টুরেন্ট ও বার ছাড়াও ওই ভবনে ছিল প্রায় ১২০টি আবাসিক ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে অনেক বয়স্ক ও অক্ষম ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বৈদ্যুতিক লাইন থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাতের কথা জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।