করোনাজয়ী প্রতি তিনজনের একজনের নিউরোলজিক্যাল ও মানসিক রোগ হচ্ছে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাজয়ী প্রতি তিনজনের একজন নিউরোলজিক্যাল ও মানসিক রোগে ভুগছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে এই গবেষণা নিবন্ধ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, করোনা থেকে সেরে ওঠার ছয় মাসের মধ্যে ৩৩.৬২ শতাংশ রোগীর মধ্যে নিউরোলজিক্যাল ও মানসিক সমস্যা দেখা গেছে।

এর মধ্যে ১৭,৩৯ শতাংশ রোগীর মধ্যে অ্যাংজাইটি, ১.৪০ শতাংশ রোগীর মধ্যে সাইকোটিক ডিজঅর্ডার এবং ০.৬৭ শতাংশ রোগীর মধ্যে ডিমেনসিয়া দেখা গেছে।

তবে ইনটেনসিভ থেরাপি ইউনিট বা আইটিইউয়ে চিকিৎসা নেয়া রোগীর ক্ষেত্রে এই অসুস্থতার হার আরো বেশি। গবেষণায় দেখা গেছে, ১৯,১৫ শতাংশ রোগীর মধ্যে অ্যাংজাইটি, ২.৭৭ শতাংশ রোগীর মধ্যে সাইকোটিক ডিজঅর্ডার এবং ১.৭৪ শতাংশ রোগীর মধ্যে ডিমেনসিয়া লক্ষ্যণীয়।

হাসপাতালে ভর্তি হননি এমন কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা গেছে। গবেষণার এই ফল করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে সহায়তা করবে বলেও মনে করছেন গবেষকরা।

করোনা রোগীদের নিয়ে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় পরিসরের গবেষণা। যেখানে মোট দুই লাখ ৩৬ হাজারেরও বেশি করোনা রোগীর হেলথ রেকর্ড বিশ্লেষণ করে ফলাফল তৈরি হয়েছে। রোগীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের।

যারা নানা ধরনের শ্বাসজনিত সমস্যায় ভুগেছেন, তাদের হেলথ রেকর্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এই গবেষণা প্রতিবেদনে।

বিস্তারিত জানতে আরো পড়ুন