সরকারের প্রস্তুতি থাকায় বাংলাদেশে করোনার প্রভাব কম- সজীব ওয়াজেদ জয়

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সরকার প্রস্তুত ছিলো বলেই ধনী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনার প্রভাব কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই এবং ইয়ং বাংলার যৌথ উদ্যোগে তরুণদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিও ইতিবাচক রয়েছে বলে দাবি করেন জয়।

‘তোমার জয় বাংলার জয়’ এই শ্লোগানে সমাজ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইয়ং বাংলা। শিশু অধিকার, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে এবার ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেয় সংগঠনটি। ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এসময় অন্যের কাছে হাত না পেতে সমস্যা সমাধানে তরুণদের কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। বলেন, ইতিবাচক না দেখাই কিছু মানুষের অভ্যাস। করোনা মোকাবিলায় তরুণদের ভূমিকার প্রশংসা করে সজীব ওয়াজেদ জয় বলেন, এ ব্যাপারে সরকারের প্রস্তুতি ও পদক্ষেপ সঠিক ছিলো।

কোভিডের মধ্যেও প্রযুক্তির ব্যবহার করে দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি উপদেষ্টা।