জাতির পিতাসহ শহীদদের প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধাঞ্জলী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি হিসেবে সেনাপ্রধান লেখেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অঙ্গীকারাবদ্ধ।

পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন জেনারেল শফিউদ্দিন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের দু’দিন পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে যান।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের ট্রাস্টিরা। স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়িটি ঘুরে দেখেন সেনাপ্রধান।

পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাড়িটি একটি ইতিহাস। দেশের সেনাবাহিনী প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

পরে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেখান থেকে সেনাবাহিনী প্রধান হেলিকপ্টারে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে।

সেখানেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।