এবার শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা

শিশুদের ভ্যাকসিন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

এবার শিশুদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করতে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে এই পরীক্ষা শুরু করবে তারা। এতে অংশ নেবে প্রায় তিনশ’ স্বেচ্ছাসেবক। টিকা নেওয়ার পর ৬ থেকে ১৭ বছরের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু সাড়া দেয়, তা পর্যবেক্ষণ করাই এই গবেষণার লক্ষ্য।

এরই মধ্যে সংশ্লিষ্ট চারটি গবেষণা কেন্দ্র- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডনের সেন্ট জর্জেস ইউনিভার্সিটি হসপিটাল, ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এবং ব্রিস্টল রয়্যাল হসপিটাল ফর চিল্ড্রেনের আশেপাশের বাসিন্দা শিশুদের স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন জানানো হয়েছে।

গবেষণায় সেচ্ছাসেবক হিসেবে যারা অংশ নিতে আগ্রহীদের একটি ওয়েবসাইটে ছোট প্রশ্নমালা পূরণ করে সাইনআপ করতে হবে। ভ্যাকসিন ট্রায়ালের চিফ ইনভেস্টিগেটর এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেড্রিয়াটিক ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রিউ পোলার্ড জানান, করোনায় অধিকাংশ শিশু থাকে তুলনামূলক অনাক্রান্ত এবং ভাইরাসে তাদের অসুস্থ হওয়ার আশঙ্কাও কম।

তবে ভ্যাকসিনের বিপরীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে ও কতটুকু কাজ করছে, তা নিশ্চিত হতে পারলে কিছু শিশুকে রক্ষার জন্য তা গুরুত্বপূর্ণ হবে।

গুরুতর অসুস্থতা ও মৃত্যু থেকে রক্ষা পেতে যুক্তরাজ্যে ফাইজার-বায়োনটেকের পাশাপাশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও ব্যবহার করা হচ্ছে। তবে কেবল এই টিকাই ১৬ বছরের বেশি অর্থাৎ ১৭ বছর বয়সীদের দেয়া হচ্ছে। আর ফাইজার-বায়োনটেকের টিকা দেয়া হচ্ছে ১৮ এবং ১৮ ঊর্ধ্ব বয়সীদের।

সূত্র: বিবিসি