সাইকোহেলথ নিউজ ডেস্ক
ভারত থেকে প্রায় আড়াই মাস পর আবারো শুরু হলো অক্সিজেন আমদানি। নিজ দেশে অক্সিজেন সংকট দেখা দেয়ায় চলতি বছরের ২২ এপ্রিল বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।
বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গত দু’দিনে ভারত থেকে ১৯০ টন অক্সিজেন আমদানি করা হয়েছে। অক্সিজেন আমদানিকারক ছিল লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এর ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান জানান, ২১ এপ্রিলের পর তাদের কোম্পানির হয়ে কোনো অক্সিজেন দেশে প্রবেশ করেনি।
ভারতে অক্সিজেন সংকট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আবার ভারত সরকার অক্সিজেন রফতানিতে সম্মতি দিয়েছে। গত দু’দিনে ১৯০ টন অক্সিজেন বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।
এখন থেকে প্রতিদিনই ভারত থেকে এ কোম্পানির অক্সিজেন বাংলাদেশে আসবে। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারো বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা দাঁড়ায় ৩০০ থেকে ৫০০ টন। তবে ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও দেশে উৎপাদিত অক্সিজেন দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল।