অবশেষে এলো ফাইজারের টিকা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে এসে পৌঁছেছে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ করোনার টিকা। সোমবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে এই সব টিকা নেয়া হয় তেজগাঁওয়ের ইপিআই স্টোরেজে। এ নিয়ে দেশে এলো তিন দেশের উৎপাদিত টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বেলজিয়াম থেকে আসা ফাইজারের এই টিকা মাইনাস ৬০ ডিগ্রি থেকে মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হবে।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমে এই টিকা রোববার আসার কথা প্রচার করা হয়। পরে সংশোধন দিয়ে জানানো হয়, রোববার নয়, সোমবার আসছে ফাইজারের টিকা।