করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টাতেও অর্ধ শতাধিক মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই মারা গেছে ৫১ জন। করোনা শনাক্ত হয়েছে আরো ৫ হাজার ৬৮৩ জনের। নমুনা দেয়া প্রতি ১০০ জনের মধ্যে ২৩ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে গত বুধবার থেকে রোজ প্রাণ যাচ্ছে অর্ধ শতাধিক মানুষের। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রয়েছেন ৩১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন। আর বাকিরা ষাটোর্ধ্ব।

সবশেষ একদিনে ২৪ হাজার ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ৬ লাখ ৩০ হাজারের মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ এ্ররই মধ্যে সুস্থ হয়েছেন।