করোনায় ২৪ ঘণ্টায় আবারো সাত সহস্রাধিক শনাক্ত

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আবারো সাত হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৭৫ জন।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। এর আগে গতকাল রোববার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের। দেশে করোনার ইতিহাসে দৈনিক এই সংক্রমণ সর্বোচ্চ।

করোনায় আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে ৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৩১৮। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন ও বাড়িতে দু’জন মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৮ জন নারী।

মৃতদের মধ্যে একজনের বয়স ১০ বছরের নিচে। এছাড়া দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন এবং ষাটোর্ধ ৩২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই মারা গেছে ৪০ জন। আর চট্টগ্রামে মারা গেছে সাতজন। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে একজন করে পাঁচজনের মৃত্যু হয়।

একই সময়ে কোভিড থেকে সেরে উঠেছেন ২ হাজার ৯৩২ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৭টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ ও ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৩.৪০ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৩৯ শতাংশ।