আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ার খরচ কত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়তে খরচ কত টাকা লাগে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) অন্যতম সরকারি মেডিকেল কলেজ, যা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনী এই মেডিকেল কলেজ পরিচালনা করে থাকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে।

১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সাল থেকে এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্- বিইউপির অধিভুক্ত।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে দুই ধরনের ছাত্র রয়েছে।

১. মেডিকেল ক্যাডেট বা এএফএমসি ক্যাডেট
২. আর্মি মেডিকেল কোর ক্যাডেট বা এএমসি ক্যাডেট

বিইউপির অধীনে রয়েছে আরও পাঁচটি আর্মি মেডিকেল কলেজ। এগুলো যশোর, বগুড়া, কুমিল্লা, চট্ট্গ্রাম ও রংপুরে অবস্থিত। মূলত আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীকেই বলা হয় এএমসি ক্যাডেট।

চিকিৎসা পেশা গ্রহণের আগে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে আর্মড ফোর্সেস অথবা আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার। তবে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়ার খরচ কত বা পড়তে কত টাকা লাগে, সে সম্পর্কে অনেক শিক্ষার্থী ও অভিভাবকেরই ধারণা নেই।

অনেকেই মনে করেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়াশোনার খরচ অনেক বেশি। সবশেষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রোসপেক্টাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাতে দেখা গেছে পাঁচ বছরের কোর্সের প্রতি বর্ষের সেশন ফি আর্মি সেনা সদস্যদের জন্য ১ লাখ ৮ হাজার। আর বাংলাদেশের যে কোন নাগরিকদের জন্য দিতে হবে ১ লাখ ২০ হাজার টাকা।

২০১৫ সালে আর্মড ফোর্সেস এবং আর্মি মেডিকেলে খরচের বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন।