সাইকোহেলথ নিউজ ডেস্ক
২০২০-২০২১ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। কলেজের এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হয়।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে প্রার্থীদের রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
বিজ্ঞপ্তির পাশে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের এএফএমসি ঢাকা সেনানিবাসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।