সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২২ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে।
একদিনে মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন মহিলা। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৫ জন করে, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে দু’জন করে মারা গেছেন।
এছাড়া সবশেষ ২৪ ঘন্টায় সারাদেশে ১৫ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮.১২ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। সুস্থতার হার ৯২.৪৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।