গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৭২। মৃত ব্যক্তিদের ১৬ জন পুরুষ আর ৫ জন নারী।
সবশেষ ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৩.২০ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭।
একইসাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫.৯১ শতাংশ। ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন মারা গেছেন।
এছাড়া রাজশাহী বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুরে ২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।