করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১,৮২২

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছে আরও ৪১ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৯ জন নারী। মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন। বৃহস্পতিবার (৬ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ২১ হাজার ৫৮৫টির। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৪৪ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন মোট সাত লাখ দুই হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.২৯ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।