সাইকোহেলথ নিউজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসে এটি সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়ালো। মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ৫।
এর আগে, লকডাউনের মধ্যে গত ২৫ এপ্রিল দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার পেরিয়েছিল। মৃত মানুষের তালিকায় আরো এক হাজার যুক্ত হতে সময় লাগল মাত্র ১৬ দিন। যদিও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ২৩০ জনের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও আট সপ্তাহে সবচেয়ে কম।
সরকারি হিসাবে করোনায় আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, ঈদকে উপলক্ষে মানুষ যেভাবে বাড়ি যাচ্ছে, তাতে দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হচ্ছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গতবছর ৮ মার্চ। আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।