করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৮

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জন মারা গেছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ১৮১।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৯ জন নারী।

২৪ ঘণ্টায় সারাদেশে ১০ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৬৯৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে।

একদিন আগে রোববার (১৬ মে) করোনায় ২৫ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৩৬৩ জনের।