সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনা শনাক্তের হার প্রায় ৩ মাস পর ১০ শতাংশে নেমে এসেছে। এর আগে গত ৪ জুন শনাক্তের হার ১০ শতাংশ ছিলো। পাশাপাশি কমেছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।
সবশেষ ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ২৭৪। একদিনে মৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৬ জন নারী।
সর্বোচ্চ ২৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬৩ জনই পঞ্চাশোর্ধ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সর্বশেষ একদিনে ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। শনাক্তের হার ১০.১১ শতাংশ।