সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতির কারণে দেশের প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি এবং কোন কোন জায়গায় আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে রোববার দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানানো হয়েছিলো।