সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি মার্কেটে প্রস্তুত করা হচ্ছে ২০০ শয্যার আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র।
আগামী ৮-১০ দিনের মধ্যে এখানে রোগী ভর্তি করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি এক হাজার শয্যার আইসোলেশন সেন্টারে আক্রান্তদের চিকিৎসা দেওয়া যাবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিইউর কাজ প্রায় সমাপ্ত। বেডগুলো বসানো হয়ে গেছে। সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। কোভিড রোগীদের এখানে বড় ধরনের সেবা দেয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংক্রমণ বৃদ্ধির জন্য মানুষের বেখেয়ালি আচরণকে দায়ি করেন জাহিদ মালেক। তিনি বলেন, টিকা নিয়ে অনেকেই নিজেকে নিরাপদ মনে করেছেন। ফলে তাদের অনেকেও আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।