ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৭০ জনে। একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৭২৮ রোগী।

রাজধানীর চেয়ে বর্তমানে দ্বিগুণেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছর এ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে রাজধানীতে ৯৯ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৪ হাজার ৮৭৪ জন। মৃত ১ হাজার ৩৭০ জনের মধ্যে নারী ৭৮১ জন এবং পুরুষ ৫৮৯ জন। যাদের মধ্যে রাজধানীতে মারা গেছেন ৮১৬ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ৫৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭২৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭৯ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন।

বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬ হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি ৪ হাজার ৫০৮ জন।

চলতি বছরে এ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ২৬০ জন এবং নারী ১ লাখ ৯ হাজার ৫৪৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৩ হাজার ৩০০ জন।

তবে যেসব ডেঙ্গু রোগী বাসায় চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।