করোনায় ঢাকা ও খুলনা বিভাগে ২১ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে কেবল ঢাকা ও খুলনা বিভাগে মারা গেছে ২১ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭১।

এর মধ্যে সর্বোচ্চ ১১ জন মারা গেছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগের মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়া রাজশাহীতে ৭ ও চট্টগ্রাম বিভাগে ৬ জন মারা গেছে। একদিনে মৃত ৩৯ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৩ জন মহিলা।

এছাড়া ২৪ ঘন্টায় ১১ হাজার ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.১২ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ১০৮ জন। সুস্থতার হার ৯২.৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।