সাইকোহেলথ নিউজ ডেস্ক
তিন মাস পর করোনায় শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৯.৮২ ভাগ।
গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬১ জন মারা গেছে। যা গত ৮০ দিনে সবচেয়ে কম। এর আগে ১৬ জুন করোনায় ৬০ জন মারা যায়। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৩১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছে সবচেয়ে বেশি ৩২ জন।
গত কয়েকদিন ধরেই কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এরই ধারাবাহিকতায় চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে যাচ্ছে সরকার।