সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
এর মধ্যে রয়েছে সব ধরনের জনসমাগম সীমিত করা, গণপরিবহনে যাত্রী অর্ধেক ও জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করাসহ বেশকিছু নির্দেশনা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে সারাদেশে এই সিদ্ধান্তগুলো কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত দুই সপ্তাহ এই সব সিদ্ধান্ত বলবৎ থাকবে। আর তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।