সাইকোহেলথ নিউজ ডেস্ক
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। একাধারে তিনি ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড ও নুভিস্টা ফার্মার চেয়ারম্যানও। সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় তিনি পুনর্নির্বাচিত হন।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসচিব নির্বাচিত হয়েছেন হাডসন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এসএম শফিউজ্জামান। তারা আগামী দুই বছর এ দায়িত্বে থাকবেন। এতে আরও জানানো হয়, সমিতির সিনিয়র সহসভাপতি হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
এছাড়া সহসভাপতি হয়েছেন গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ এবং কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।