সাইকোহেলথ নিউজ ডেস্ক
জনগণের কল্যাণে তাদের পাশে থাকতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়ামী লীগ। এ কারণেই যতই আঘাত এসেছে, ততই শক্তিশালী হয়েছে দলটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত চেষ্টাই হোক না কেন, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। এ সময় করোনাভাইরাস মোবাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। টিকা নিয়ে সমালোচনা না করে ধৈর্য ধরারও আহ্বান জানান শেখ হাসিনা।
একই সাথে বিনামূল্যে দেশের সবাইকে টিকা কার্যক্রমের আওতায় আনার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি জানান, দেশেই করোনার টিকা উৎপাদনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলোাচনা সভায় সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতারা।