ঘরের বাইরে মাস্ক নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা মহামারীর মধ্যে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগের কথাও বলেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা সামাল দিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, মসজিদ, দুর্গাপূজার স্থানসহ যে কোন ধরনের জনসমাগম স্থলে কেউ যেন কোনোভাবেই মাস্ক ছাড়া না থাকে, তা নিশ্চিত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এক্ষেত্রে মোবাইল কোর্ট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। মাস্ক পরার ক্ষেত্রে যতটুকু সম্ভব মানুষকে বোঝানো হবে, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হলে গত জুলাই মাসের শেষ দিকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। তবে নানা অজুহাতে এখনও অনেকে মাস্ক ব্যবহার করছে না। বাড়ছে সংক্রমণ।