ফ্রান্সেও মিলল একই ধরনের নতুন করোনাভাইরাস

সাইকোহেলথ নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের মতো ফ্রান্সেও পাওয়া গেছে একই ধরনের অধিক সংক্রামক করোনাভাইরাসের অস্তিত্ব। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। বলা হচ্ছে, গত ১৯ ডিসেম্বর লন্ডন ফেরত এক ব্যক্তির এই ভাইরাস পাওয়া গেছে। তবে তার শরীরে কোন ধরনের লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে ওই মন্ত্রণালয়। তাকে তিনি এখন নিজ বাসায় সেলফ আইসোলেশনে রয়েছেন।

গত সপ্তাহেই দেশব্যাপী লকডাউন প্রত্যাহার করে নিয়েছিল ফ্রান্স। যার আওতায় থিয়েটার, সিনেমা হল, বার ও রেস্টুরেন্ট বন্ধ ছিল। থাকত কারফিউ প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত। বড়দিন উপলক্ষে এই কারফিউ শিথিল করা হলেও ইংরেজি নববর্ষে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ফরাসি সরকার।

ফ্রান্সে বর্তমানে ২৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। মারা গেছে ৬২ হাজারেরও বেশি রোগী। করোনায় প্রাণহানির তালিকায় ফ্রান্সের অবস্থার সপ্তম। শনিবারই ফ্রাইজার-বায়োনটেকের ভ্যাকসিনের প্রথম চালান বেলজিয়াম থেকে ফ্রান্সে পৌছায়।

এর আগে, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার কথা জানায়।