লকডাউনে এক ঘণ্টা বাড়লো ব্যাংক লেনদেন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

৮ জুলাই থেকে এক ঘণ্টা বাড়ছে ব্যাংকিং লেনদেন। চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আগামী ১৪ জুলাই সর্বাত্মক লকডাউন চলাকালে এই সময়সূচিতে ব্যাংক চলবে। এছাড়াও কঠোর বিধিনিষেধের মধ্যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি রবিবারও বন্ধ থাকবে ব্যাংক।

এক বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আগের নিয়মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকারি বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ জুন জারি করা ডিওএস সার্কুলার লেটারে কিছুটা পরিবর্তন এনে নতুন এ চিঠি দেওয়া হয়েছে।