উন্নয়নশীল দেশের জন্য আরও ৫০ কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র

সাইকোহেলথ নিউজ ডেস্ক

উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও ৫০ কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিটে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এই সম্মেলনে তিনি জানান, এর ফলে তাঁর প্রতিশ্রুত টিকার পরিমাণ এক বিলিয়ন ডোজ ছাড়িয়ে যাবে।

বাইডেন প্রশাসন এর আগে ৫৮ কোটি ডোজ টিকার প্রতিশ্রুত দিয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে ১৪ কোটি ডোজ। ‘মহামারীর সমাপ্তি এবং আরও ভালো স্বাস্থ্য নিরাপত্তা তৈরি’ শীর্ষক এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ডকৃত বক্তব্যও প্রচার করা হয়।

একইভাবে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সলর এঙ্গেলা মার্কেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।