ভ্যাকসিন প্রদান অ্যাপ চালু, নিবন্ধনের চাপ বেড়েছে- স্বাস্থ্যমন্ত্রী

Health Minister

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনার টিকা নিতে নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় অনেকের এসএমএস পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করছে আইসিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়া আরো একধাপ এগিয়ে নিতে এ সময় চালু করা হয় সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপ। এর মাধ্যমে এখন থেকে কেন্দ্রে ভ্যাকসিন প্রদানকারী তাৎক্ষণিকভাবে ডিজিটাল ভ্যাকসিন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অথবা জাতীয় পরিচয়পত্র থেকে তথ্য যাচাই করে সেবা গ্রহিতার ভ্যাকসিন নিশ্চিত করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাক্সিন নিতে প্রতিদিন নিবন্ধন করছেন প্রায় আড়াই লাখ মানুষ। বিপুল সংখ্যক আবেদনের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে কাজ করছে সরকার।

এ সময় বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাবন জানান, চুক্তি অনুসারে রেজিস্ট্রেশনের সংখ্যা অনুযায়ী সেরাম ইন্সটিটিউটের টিকা সরবরাহের কথা থাকলেও বাংলাদেশ তা আগেভাগেই পাচ্ছে। ২২ ফেব্রুয়ারি সেরাম ইন্সটিটিউট থেকে আরো ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে বলেও জানান তিনি।

এদিকে, সারাদেশে করোনার টিকা নেয়ার হার বাড়ছে। বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন টিকা নেন। এ পর্যন্ত সারাদেশে টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরো ১৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৩২৯। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন আরো ৩৯১ জন। দেশে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪২ হাজার ২৬৮। শনাক্তের হার দুই দশমিক ছয় আট শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।