সাইকোহেলথ নিউজ ডেস্ক
মিথ: মানসিক সমস্যায় আক্রান্ত হলে ব্যক্তির ভবিষ্যত শেষ। কারণ এই সমস্যা কখনও ভালো হয় না।
বাস্তবতা: বিভিন্ন গবেষণা বলছে, মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি ভালো হয়ে উঠতে পারেন এবং অনেকেই পুরোপুরি সুস্থ হতে পারেন। তাদের সারিয়ে তুলতে রয়েছে যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা, সেবা ও সহায়ক কার্যক্রম। মানসিক স্বাস্থ্য সেবা নেয়া ব্যক্তি খুব ভালোভাবে জীবন যাপন করতে এবং পূর্ণ উদ্যোমে সমাজে অবদান রাখতে পারে।
মিথ:মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজন বা এরই মধ্যে যারা এই সেবা নিচ্ছেন, তারা আয় রোজগার করতে অক্ষম বা চাকরি করতে পারে না।
বাস্তবতা: মানসিক সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি অন্য সবার মতোই কাজ করতে সক্ষম। ঘরে বাইরে তারা সমান ভূমিকা রাখতে পারেন। তারা সব ধরনের কাজ করতে পারেন। যাদের মানসিক সমস্যা নেই, অনেক ক্ষেত্রে তাদের চেয়েও তারা কাজের দক্ষতা বেশি দেখাতে পারেন।
মিথ: মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি আক্রমণাত্মক। যে কোন সময় তারা হামলা করতে পারে।
বাস্তবতা: মানসিক সমস্যাগ্রস্ত অধিকাংশ মানুষ কোনভাবেই অন্যদের চেয়ে বেশি আক্রমণাত্মক ও সহিংস নয়। মাত্র ৩ থেকে ৫ শতাংশ ভয়াবহ সমস্যাগ্রস্ত ব্যক্তিই আগ্রাসী কাজ করে ফেলতে পারেন। বাস্তবে সাধারণ মানুষের তুলনায় দশ গুণ বেশি সহিংসতার শিকার হয় মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি।
আরো জানতে ক্লিক করুন
মানসিক সমস্যা নিয়ে প্রচলিত ধারণা বা মিথ ও বাস্তবতা (পর্ব-২)
মানসিক সমস্যা নিয়ে প্রচলিত ধারণা বা মিথ ও বাস্তবতা (পর্ব-৩)