২৪ ঘণ্টায় করোনায় ৭৭ জনের মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৪ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে নমুনা পরীক্ষায় ৫ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭।

২৪ ঘণ্টায় দেশের ২৪৩টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.৪৯ শতাংশ। তবে প্রথম রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত এই হার ১৩.৬৫ শতাংশ।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে ১০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে চারজন, ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ৪৪ জন রয়েছেন।

মৃত ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫১ জন এবং চট্টগ্রামে ১৫ জন মারা গেছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।