সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের ৭৭ জনের রেকর্ড ছাপিয়ে সবশেষ এই খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৭৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৫ হাজার ৮১৯ জন। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজারের বেশি। শনাক্তের হার ১৯.৮১ শতাংশ।
মৃতদের মধ্যে ৪৭ জন ঢাকা এবং ২০ জন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে ৫৩ জন পুরুষ আর ২৫ জন নারী।