হেলথ ডেস্ক
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ হার গত সাড়ে ছয় মাসে সর্বনিম্ন।
এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল গত ৯ মার্চ। সেদিন শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন আটজন। বাকিরা অন্যান্য বিভাগের। তবে করোনায় বরিশাল বিভাগে কেউ মারা যাননি।
গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২২ জন পুরুষ, ২১ জন নারী। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়ায়। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।