টিকার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা টিকার ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আনার চেষ্টা করছে সরকার। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি জানান, দ্রুত টিকা দেয়ার চেষ্টা করছে মার্কিন দূতাবাস। এছাড়া ভারতের সেরাম ইন্সটিটিউটকে আরো অন্তত ৩০ লাখ টিকা দিতে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

আপাতত করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণই বড় চ্যালেঞ্জ সরকারের। ঘাটতি মেটাতে প্রয়োজন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৪ লাখ টিকা। ভারত থেকে এ ব্যাপারে সাড়া না পেয়ে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ।

সেদেশে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি টিকা থেকে অন্তত ৪০ লাখ টিকা পেতে চিঠি দিয়েছিলো সরকার। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরপরও ভারত থেকে টিকা পাওয়ার ব্যাপারেও হাল ছাড়েনি বাংলাদেশ। এছাড়া চীন ও রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়াও এগুচ্ছে।