দেশে করোনায় রেকর্ড ৯৬ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আবারও রেকর্ড সংখ্যক ৯৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। মৃত ৯৬ জনের মধ্যে ৯৪ জন হাসপাতালে ও বাসায় দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ৯৮৭।

মৃত ৯৬ জনের মধ্যে ৫৫ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব ২৫ জন, চল্লিশোর্ধ্ব ১২ জন, ত্রিশোর্ধ্ব দু’জন এবং বিশোর্ধ্ব দু’জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন এবং চট্টগ্রামে ১২ জন।

এছাড়া খুলনায় পাঁচজন, বরিশালে পাঁচজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সংক্রমিত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.৮৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩৩৩ জন।