সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তও ৫ হাজারের বেশি তথা পাঁচ হাজার ৪২ জনের। শনাক্তের হার প্রায় ১৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১৮.৯৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন শিশু। এছাড়া ষার্টোর্ধ্ব রয়েছেন ২৫ জন । অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন দুই হাজার ১৬২ জন।