সাইকোহেলথ নিউজ ডেস্ক
শুরু হলো হলো বাঙালীর শোকের মাস আগস্ট। এ মাসেই সূচিত হয়েছিল জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এক অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
দেশের বাইরে থাকায় সেদিন ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর ২০০৪ সালে একই মাসের ২১ তারিখে ঘটে আরো একটি নৃশংস হত্যাকাণ্ড।
এদিন বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো পালন করে শোকের মাস। করোনা মহামারীর কারণে এবার এসব কর্মসূচি পালিত হচ্ছে সীমিত পরিসরে।