Friday, September 20, 2024

সাইকোহেলথ সার্ভিস

অনলাইনে সাইকোথেরাপি ও কাউন্সেলিং সেবা

সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেবা পেতে আমাদের সাথে এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে সাইকোহেলথ সার্ভিস টিম। ক্যালেন্ডার থেকে আপনার সুবিধা মতো সময় বেছে নিন। এরপর নিজের নাম, ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস লিখুন। প্রতিটি সেশন ৫০ মিনিটের। সেশন শেষে দয়া করে ফিডব্যাক দিতে ভুলবেন না।

আপনার সমস্যা জেনে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে রেফার করবে সাইকোহেলথ টিম। এর জন্য আপনাকে কোন ফি দিতে হবে না। তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সেশন চার্জের বিষয়টি তাঁর সাথে কথা বলে জেনে নেবেন। প্রতিটি সেশন চার্জ এক হাজার থেকে পনেরশ’ টাকা পর্যন্ত হতে পারে। ক্ষেত্র বিশেষে সেশন চার্জ কম-বেশি হয়ে থাকে।

মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে সেশন শুরুর আগেই তার সেশন চার্জ প্রদান করতে হবে। অনলাইনের কোন্ প্ল্যাটফরমে সেশন নেবেন, তা সাইকোলজিস্ট আপনাকে জানাবেন।

  

আমি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ

আপনি যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট হোন এবং সেবা দিতে বা পেশাদারী ভূমিকা রাখতে চান, তবে যোগাযোগ করুন। ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে সাইকোহেলথ সার্ভিস টিম।

এছাড়াও যোগাযোগ করতে পারেন সাইকোহেলথ নিউজের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে। অথবা সরাসরি ইমেইল করতে পারেন।

ফেসবুক পেজ: সাইকোহেলথ নিউজ

ইমেইল: bolun@psychohealthbd.com

মানসিক সমস্যায় যাবো কোথায় ?

দেশের যে কোন প্রান্তের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টদের সাথে যোগাযোগের ঠিকানা জানতে এখানে যোগাযোগ করুন।

সাইকোহেলথ নিউজের ফেসবুক পেজেও ম্যাসেজ পাঠাতে পারেন অথবা ইমেইল করতে পারেন। ফিরতি ম্যাসেজে পেয়ে যাবেন আপনার জিজ্ঞাসার তথ্য।

ফেসবুক পেজ: সাইকোহেলথ নিউজ

ইমেইল: bolun@psychohealthbd.com