সাইকোহেলথ নিউজ ডেস্ক
যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান এ কথা জানিয়েছেন। বিমানবন্দরগুলো হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
ব্রিটেনে অতি দ্রুত সংক্রামকে রূপ নেয়া নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এদিকে, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী জানিয়েছেন যুক্তরাজ্যে যাওয়া-আসার ফ্লাইট বন্ধের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ এবং সৈয়দপুর বিমান বন্দরের আগমনী হল উদ্বোধনকালে এ সব কথা জানান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।