সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৪ জন। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ৬ এপ্রিল ৬৬ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত নয় হাজার ৫২১ জন করোনায় মারা গেছেন।
একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৬ হাজার ৮৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে, গতকাল সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৩৩ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।
মার্চের শুরু থেকেই দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে থাকলেও গত দুই সপ্তাহ ধরে তা দ্রুত গতিতে বাড়ছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল)সহ টানা এক সপ্তাহ গড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫৯ জন। গত ২ এপ্রিল মারা গেছেন ৫০ জন, ৩ এপ্রিল ৫৮ জন, ৪ এপ্রিল ৫৩ জন, ৫ এপ্রিল ৫২ জন, ৬ এপ্রিল ৬৬ জন ও গতকাল মারা গেছেন ৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ ও ২৬ জন নারী। তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৪৬ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৯১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৬০০। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৪৯টি।
আর ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা রয়েছে ৩০৫টি। এর মধ্যে ফাঁকা রয়েছে ১৩টি। গতকাল পর্যন্ত সারাদেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জনকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।