সাইকোহেলথ নিউজ ডেস্ক
কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ আর নেই। বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক আলী আশরাফের বয়স হয়েছিল ৭৪ বছর। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৭০ সাল থেকে একবার স্বতন্ত্র ও চারবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আলী আশরাফ।
২০০০ সালে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। বাদ এশা গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজার পর আলী আশরাফের মরদেহ নেয়া হয় কুমিল্লায়। আগামীকাল পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বর্ষীয়ান নেতা।
সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লাসহ রাজনৈতিক অঙ্গনে নামে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।