করোনাভাইরাসে দেশে আরো অর্ধশত মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২শ’ ২২। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১৯ জন। শনাক্তের হার ১৪.২৭ ভাগ।

মৃত ৪৭ জনের মধ্যে ১৫ জনই রাজশাহী বিভাগের এবং ১৫ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, সিলেটে ৩, ময়মনসিংহে ৩ এবং বরিশালে ও রংপুরে দু’জনের মৃত্যু হয়েছে।

একদিনে মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ২০ জন মহিলা। নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।